সূচকের উত্থানে প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৯৭ কোটি
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০২-১১-২০২৪ ১২:৫৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৪ ১২:৫৬:০৬ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৩ পয়েন্ট।ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ দশমিক ০৪ পয়েন্টে ও ১ হাজার ১৪২ দশমিক ৬৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩১ দশমিক ৬১ পয়েন্টে। এ সময় ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ০৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৭০ দশমিক ৮৫ পয়েন্টে ও ৮ হাজার ৭৪০ দশমিক ১৫ পয়েন্টে।আর সিএসআই সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯২২ দশমিক ১৮ পয়েন্টে ও ১ হাজার ১১৩ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪১ দশমিক ১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৯৮ লাখ ৫৫ হাজার টাকার।
লেনদেন হওয়া ৭৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টি কোম্পানি শেয়ারের, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স