এবারও ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে কী করবে ডেমোক্র্যাটরা?
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০২-১১-২০২৪ ০২:১৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৪ ০২:১৯:৩৯ অপরাহ্ন
আর মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সে কারণে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে ট্রাম্প যদি এবারের নির্বাচনেও আগেভাগেই নিজেকে জয়ী বলে ঘোষণা করেন তবে তার বিরুদ্ধে কী করা হবে সে বিষয়ে ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছেন ডেমোক্র্যাটরা। খবর রয়টার্সকে।
সামাজিক মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা। ভোট গণনার সময় ডোনাল্ড ট্রাম্পকে শান্ত এবং ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে কমলা হ্যারিসের প্রচারণা শিবির এবং দলের কর্মকর্তারা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার আগেই ট্রাম্প নিজেকে জয়ী বলে ঘোষণা দেন। সে কারণে এবারও যদি তিনি একই ধরনের কাজ করেন সে ব্যাপারে সতর্ক রয়েছে তার প্রতিদ্বন্দ্বীরা।
চলতি সপ্তাহে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি এবারের নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, চূড়ান্ত ফলাফল জানার জন্য বেশ কয়েক দিন সময় লাগতে পারে। বিশেষ করে যদি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবি থাকে তবে কিছুটা সময় লাগতে পারে।
কমলা হ্যারিসের প্রচার শিবির ও দলের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের মতো ট্রাম্প যদি নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।
মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয় ঘোষণা করেন।
বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি (ট্রাম্প) যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।”
এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে ডেমোক্র্যাট পার্টি এবং কমলার প্রচারণা শিবিরের ছয় কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের জয়ের দাবির বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। তারা ফলাফল ঘোষণার আগেই বিজয় ঘোষণা করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের সম্প্রচার করার পরিকল্পনা করেছে।
ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির এক শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, যখনই ট্রাম্প মিথ্যাভাবে বিজয় ঘোষণা করবেন আমরা সত্য প্রকাশ করতে বাধ্য হবো।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স