রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গ্রেপ্তার আরও পাঁচ
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৩-১১-২০২৪ ০৯:০৩:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৪ ০৯:০৩:০৩ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী-পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হলো।
শনিবার রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তাররা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী।
গ্রেপ্তারদে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।এর আগে এক নভেম্বর ভাষানটেক এলাকায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামে তিন জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স