নেইমার ও এনড্রিককে ছাড়া ব্রাজিলের দল ঘোষণা
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৩-১১-২০২৪ ০৯:০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৪ ০৯:০৬:৪২ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন আল-হিলাল ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এনড্রিক।
১৮ বছর বয়সী এনড্রিক মাদ্রিদের হয়ে এ মৌসুমে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন। শেষ চার ম্যাচে এনড্রিক এক মিনিটের জন্যও মাঠে নামেনি। ৩২ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে এক বছরের দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে ফিরেছেন।
ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, আমরা তাকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। এখনই তাড়াহুড়ো করে কিছু করতে চাইনা। যদিও নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তাকে বাদ দেবার মূল কারণ এটাই।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ওই ম্যাচেই বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।
জাতীয় দলের ফেরার জন্য ২০২৫ সালের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে অপেক্ষায় থাকতে হবে।আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এ্যাওয়ে ও পাঁচদিন পর উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা। টেবিলের শীর্ষ ছয়টি দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লেঅফে খেলার সুযোগ পাবে।গোলরক্ষক: বেনটো, এডারসন, উইভারটন
ডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহারমে আরানা, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকুইনহোস, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, জারসন, লুকাস পাকুয়েটা, রাফিনহা
ফরোয়ার্ড: এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রডরিগো, সাভিনহো, ভিনিসিয়স জুনিয়র
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স