দোদুল্যমান অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-কমলা
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৩-১১-২০২৪ ১১:১৩:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৪ ১১:১৩:১২ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দুইদিন বাকি থাকতে এরইমধ্যে সাড়ে ৭ কোটিরও বেশি মার্কিন নাগরিক নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
হাসানুজ্জামান সাকী
১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় শনিবার (২ নভেম্বর) দিনভর প্রচারণা চালিয়েছেন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস।
এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণী দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই রাজ্যই। শেষ মুহূর্তের প্রচারণায় নিজের পরিকল্পনা তুলে ধরে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, অভিবাসীসহ সবার কাছে ভোট চান কমলা।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা মাফ মেসবাহ উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে সারা পৃথিবী থেকে আগত অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৩১ শতাংশ। এই বিশাল অভিবাসী ভোটাররা সাধারণত ডেমোক্রেটকেই ভোট দিয়ে থাকে।
একই দিন নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা নাসির খান পল বলেন, আমেরিকার অর্থনীতি খুব খারাপ, সীমান্ত বন্ধ করতেই হবে। অপরাধ বেড়ে গেছে। ফলে সব কিছু মিলিয়ে ট্রাম্পকেই আমাদের ভোট দিতে হবে।
এদিকে, শনিবার পর্যন্ত সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। বুথ ফেরত জরিপগুলোতেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স