ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

এগিয়ে গিয়েও হারল মেসির মায়ামি

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:১৫:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:১৫:৪০ পূর্বাহ্ন
এগিয়ে গিয়েও হারল মেসির মায়ামি
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধের দুই গোলে হার বরণ করতে হয় তাদের, দলটি দ্বিতীয় গোল হজম করে ম্যাচের যোগ করা সময়ে।

রোববার (৩ নভেম্বর) মেজর লিগ সবারে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে হারে ইন্টার মায়ামি। হারের ম্যাচে গোল-অ্যাসিস্ট করতে পারেননি দলের বড় তারকা, মায়ামির গোলটি ডেভিড মার্টিনেজের। আটলান্টার হয়ে একটি করে গোল করেন ডেরিক উইলিয়ামস ও জান্দে সিলভা। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় আড়াই মাস ও ১০ ম্যাচ পর এটা ইন্টার মায়ামির প্রথম হার, আগস্টের মাঝামাঝি লিগস কাপে সবশেষ হেরেছিল তারা।


মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ২২ মিনিটে প্রথম গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। ডিয়েগো গোমেজকে বাঁ-প্রান্তে বল দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকেন আর্জেন্টাইন তারকা, ফিরতি পাসে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয় তার। ৪০ মিনিটে বোকামির পরিচয় দিয়ে গোল হজম করে আটলান্টা। গোলরক্ষক ব্রাড গুজান ভিড়ের মধ্যে বল তালুবন্দি করে শট নিতে গেলে মাটিতে পা লেগে পড়ে যান, বলও হাত থেকে ফসকে যায় তার। ওই বল কয়েকজনের মাথার ওপর দিয়ে জালে পাঠান মার্টিনেজ।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মায়ামি ৫৮ মিনিটে গোল হজম করে। দূরপাল্লার শটে ভেসে আসা বলে হেড করে আটলান্টাকে সমতায় ফেরান উইলিয়ামস। কয়েক মিনিট বাদে আবার গোলের সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি তারা। ৬৯ মিনিটে আরেকবার একটুর জন্য গোলবঞ্চিত হন মেসি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ নষ্ট করে মায়ামি, লিড নেয়ার পরিবর্তে যোগ করা সময়ের চতুর্থ মিনিটের গোলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। আলেকসেই মিরানচুকের অ্যাসিস্টে এ গোলটি করেন জান্দে সিলভা।

এ হারের পর লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বাস। ৪০ পয়েন্ট নিয়ে আটলান্টা ৯ নম্বরে।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ