ছোট টার্গেট তাড়া করতে নেমে হারের শঙ্কায় ভারত
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৩-১১-২০২৪ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৪ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
মাত্র ১৪৭ রানের টার্গেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় হয়েছে ভারতের। ২৯ রান তুলতেই নেই ৫ উইকেট।রোববার (৩ নভেম্বর) সকাল সকাল নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে অলআউট করে দিয়ে লক্ষ্য তাড়া করতে নামে ভারত। রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুটা করেন ম্যাট হেনরি। এরপর ব্যাটন হাতে নেন অ্যাজাজ প্যাটেল। ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্পিন পিচের ষোলকলা সুবিধা নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার।
প্যাটেল শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘরে পাঠান। দুজনই ১ রান করে তুলেন। আগের ইনিংসে গিল ৯০ রান করলেও কোহলি আউট হয়েছিলেন মাত্র ৪ রানে। যশ্বসী জয়সওয়াল ততক্ষণ আশার বাতি হয়ে টিকে ছিলেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্লেন ফিলিপস।অ্যাজাজ প্যাটেল নেন সরফরাজ খানের উইকেটও। যদিও এরপর হাল ধরেছেন রিশভ পন্ত। ৫ উইকেট পড়ার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে জুটি বেধেছেন তিনি। ভারত এখন ৫ উইকেটে ৫৭ রান নিয়ে ব্যাট করছে। জয়ের জন্য দরকার ৯০ রান, নিউজিল্যান্ডের ৫ উইকেট। ২৪ রান নিয়ে পন্ত ও ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন জাদেজা।
প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ২৬৩ রান করে ২৮ রানের লিড নেয় ভারত।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স