রোববার রাত ৯টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে এই সড়ক দুর্ঘটনা।হয়
পদ্মা সেতুতে দুই বাইকের সংঘর্ষ, নিহত তিন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ০৯:১৭:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ০৯:১৭:১২ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
রোববার রাত ৯টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় এই সড়ক দুর্ঘটনা।
নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। আহতের নাম সায়েম (১৯)।
স্থানীয়রা জানান, শেখ রাসেল ক্যান্টনমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। আহত তরুণকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, আহত তরুণের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স