সাময়িকভাবে বন্ধ রাখার পর আবার শুরু হলো মেট্রোরেলের এমআরটি কার্ড রেজিস্ট্রেশন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
ঢাকার মেট্রোরেলের নিজস্ব কার্ড ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাশের নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। একই সঙ্গে চালু হয়েছে নষ্ট কার্ডগুলোর নবায়ন।
রোববার রাত আটটার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ রোববার তিন নভেম্বর থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’
এর আগে, গত এক নভেম্বর জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী সাত নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। মেট্রোরেলের চলাচল সূচি
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। তবে শুধু শুক্রবার চলছে দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স