ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হোয়াটসঅ্যাপে কাস্টম লিস্ট ফিচারে যেসব সুবিধা পাবেন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
হোয়াটসঅ্যাপে কাস্টম লিস্ট ফিচারে যেসব সুবিধা পাবেন
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে ভালো হয় সবসময় সেই চেষ্টাতেই থাকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবারও সেই জন্যই হোয়াটসঅ্যাপে লঞ্চ করা হয়েছে কাস্টম লিস্ট ফিচার। এটাই প্রথম নয়। হোয়াটসঅ্যাপে হাজার মেসেজের ভিড়ে দরকারি মেসেজ যাতে হারিয়ে না যায় তার জন্য একাধিক ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপে সম্প্রতিকাস্টম লিস্ট ফিচার লঞ্চ হয়েছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট তালিকা করে রাখতে পারবেন পছন্দ অনুসারে। তাহলে দরকারের সময় সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে। হোয়াটসঅ্যাপে আনরেড, গ্রুপ, অল এইসব ট্যাব আগেই লঞ্চ হয়েছে। এবার সেই চ্যাট ফিল্টার বারে যুক্ত হয়েছে নতুন একটি ট্যাব।

হোয়াটসঅ্যাপ সংস্থা গ্লোবাল স্তরে তাদের কাস্টম লিস্ট ফিচারের রোল আউট শুরু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করতে পারবেন এবং এডিটও করা যাবে। অর্থাৎ আপনি নিশ্চয়ই আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সবার সঙ্গে রোজ চ্যাট করেন না।

তবে কিছু কনট্যাক্ট থাকে যাদের সঙ্গে নিয়মিত কথোপকথন চলে। প্রয়োজনের সময় এইসব কনট্যাক্ট যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্যই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চালু করেছে এই কাস্টম লিস্ট ফিচার। হোয়াটসঅ্যাপের এই কাস্টম লিস্টে ব্যবহারকারীরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপও তালিকাভুক্ত করতে পারবেন।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ