ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:৪২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:৪২:৪৬ অপরাহ্ন
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে ইসমাঈল মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইসমাঈল মিয়া ওই গ্রামের কামাল মিয়া ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইসমাঈল মিয়া বিকেলে নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে সন্ধ্যায় ঘরে ফিরে যায় শিশুটি। এ সময় কোনো এক ফাঁকে ঘরে থাকা ফ্রিজ সংযোগের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়।পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ইসমাঈলের মৃত্যু হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ