খুলনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে রূপম মারা গেছেন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ১০:৪৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ১০:৪৫:৫৯ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
খুলনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) মারা গেছেন। তিনি গণপিটুনিতে মারা গেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
সোমবার (৪ অক্টোবর) সকালে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী অভিযানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান থেকে ফেরার পথে সড়কে মারামারির ঘটনা দেখে সেখানে এগিয়ে যান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান হামলাকারীরা। এরপর আহত রূপমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দৌলতপুর থেকে ১৮ পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ দুজনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করে র্যাব।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে। এ সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেকে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স