ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কিশোরগঞ্জে আন্দোলনে হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:৪৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:৪৮:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে আন্দোলনে হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক ছবি:সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সারকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে র‍্যাবের সহকারী পুলিশ সুপার আ. হাই মিডিয়া উইং সাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।


প্রেসনোটে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার প্রতিটি আসামিকেই আনা হবে আইনের আওতায়।সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সারকে নিজ বাড়ি গজারিয়ার বাঁশগাড়ী থেকে আটক করেছে পুলিশ। শহিদুল্লাহ কায়সার বাঁশগাড়ির নাজির হুসেনের ছেলে এবং তিনি গাজারিয়া ইউনের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।জানা যায়, গত ৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা লক্ষ্মীপুর ও কমলপুর এলাকায় দুটি মিছিল বাহির হয়। উক্ত মিছিলে দুষ্কৃতকারীরা হামলা চালালে বেশ কয়েকজন মিছিলকারী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় ৭ আগস্ট তিনটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোর ৩নং আসামি শহিদুল্লাহ কায়সারকে তার নিজ বাড়ি বাঁশগাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ