সাতক্ষীরায় পাটকেলঘাটা ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ১১:০৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ১১:০৩:২৭ অপরাহ্ন
সাতক্ষীরায় পাটকেলঘাটা ভূমি অফিস তালা উপজেলা সদরে স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, তালা উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, তালা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন। সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যোকোনো মূল্যে এটি স্থানান্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স