ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১১:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১১:১৬:৩৫ অপরাহ্ন
মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু ছবি:ভয়েস প্রতিদিন
ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকেল চার ঘটিকা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকাল চার ঘটিকা থেকে রাত বারো ঘটিকা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত বারো ঘটিকা থেকে সকাল আট ঘটিকা পর্যন্ত পরিচালনা করা হবে। এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে সম্মানিত নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ