নতুন মামলায় গ্রেফতার আনিসুল, সালমান, কামাল আহমেদ, সুমন ও জাহাংগীর
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৬-১১-২০২৪ ১১:১৩:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-১১-২০২৪ ১১:১৩:০৭ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
নতুন করে আরেক হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে।
বুধবার (০৬ নভেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত ওই আবেদন গ্রহণ করে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
বুধবার (০৬ নভেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত ওই আবেদন গ্রহণ করে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এদিকে রাজধানীর লালবাগ থানায় করা হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। ১ অক্টোবর তাকে গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
এদিন রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ১৮ অক্টোবর কাফরুল থানা পুলিশের একটি দল কামাল আহমেদ মজুমদারকে বাসা থেকে গ্রেফতার করে।
আবার রাজধানীর খিলগাঁও থানায় করা হত্যা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেফতারের ধারাবাহিকতায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ২২ অক্টোবর গভীর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানান মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুন্নবী।
প্রসঙ্গত-১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স