ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মাসউদুর রহমানের প্রামাণ্যচিত্র "দ্য স্ক্র্যাপ""মুক্তিযুদ্ধ জাদুঘরে

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৭:৪৪:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৮:৪৮:২৮ অপরাহ্ন
মাসউদুর রহমানের প্রামাণ্যচিত্র "দ্য স্ক্র্যাপ""মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবি:সংগৃহীত
মুক্তিযুদ্ধ জাদুঘরে চলমান আটদিনের বিজয় উৎসবের তৃতীয় দিনে গতকাল সোমবার  প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র " দ্য স্ক্র্যাপ""। এটি নির্মাণ করেছেন মাসউদুর রহমান। 

ইলিশের বাড়িখ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর চাঁদপুরের অকূতোভয় নৌ কমান্ডোরা পাকিস্তানি যুদ্ধ জাহাজকে ধবংশ করে দিয়ে জাতির মুক্তির ইতিহাসে গৌরবান্বিত অধ্যায়ের সৃষ্টি করে।  পদ্মা-মেঘনা-ডাকাতিয়া তিন নদীর মোহনায় এসে দেশমাতৃকার টানে নৌ কমান্ডোরা নিজেদের বীরত্বের যে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন সেই চিত্র ক্যামেরার ফ্রেমে শৈল্পিকভাবে তুলে ধরেছেন

নির্মাতা মাসউদুর রহমান।  প্রদর্শনী দেখতে আসা দর্শকরা কিছু সময়ের জন্য হারিয়ে যান স্মৃতিময় একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে। এসময় দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসায় অশ্রুসজল হয়ে পড়ে আগত দর্শক শ্রোতারা। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনের এই প্রদর্শনীটি ছিলো সবার জন্য উন্মুক্ত।১৬ ডিসেম্বর শেষ হবে আটদিনের এই বিজয় উৎসব।মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনের পাশাপাশি ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে চলবে এই উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ