ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান
আপলোড সময় :
০৬-১১-২০২৪ ১০:০০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১১-২০২৪ ১০:০০:১৪ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান বলেছেন, “আমরা আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যৎ দেখতে চাই।”
তিনি বলেন, “এ বিজয় যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রদর্শন করে। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে দৃঢ় করে।”
ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি।
কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স