ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হত্যা চেষ্টা

মানিকগঞ্জ সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হত্যার চেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০১:৫৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০১:৫৭:১১ অপরাহ্ন
মানিকগঞ্জ সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হত্যার চেষ্টা
এ্যাড.শফিকুল ইসলাম/মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়ায় জমি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হেলাল উদ্দিন নামে এক বৃদ্ধ কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষরা ওই বৃদ্ধ ও তার পুত্রকে ধারালো অস্ত্রের আঘাতে মারাতœক জখম করে। সোমবার বিকেলে বালিয়াটী শিমুলিয়ায় এলাকায় এই ঘটনা ঘটে। আহত হেলাল উদ্দিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে ভর্তি রয়েছেন। বুধবার সন্ধায় তার অবস্থা আশঙ্কা জনক বলে জানান চিকিৎসক। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগবাড়ি শিমুলিয়া এলাকার হেলাল উদ্দিনের সাথে তার প্রতিবেশী চান্দু মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার বিকেলে এরই জের ধরে দু পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চান্দুর ছেলে জাকির হোসেন ও তার সহযোগীরা সন্ত্রাসী কায়দায় ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিন ও তার পুত্র হুমায়ুনের উপর আক্রমণ করে। এ সময় জাকিরের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ হেলাল উদ্দিনের মাথা কেটে চৌচির হয়ে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন ও পুত্র হুমায়ুনসহ দুইজনকে এলাকাবাসী উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে হেলাল উদ্দিন আইসিইউ তে ভর্তি আছেন। আর পুত্র হুমায়ুন সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে জাকির হোসেনের পরিবার এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তার বিরোদ্ধে এলাকায় এ রকম একাধিক অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার এ ঘটনা ঘটায়। এ ঘটনায় সাটুরিয়া থানায় মেহেদী হাসান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত জাকির হোসেন ও তার বাবা বাড়িতে থাকা অন্তত ৮/১০টি গরু নিয়ে পাশের উপজেলায় আতœীয়ের বাড়িতে অবস্থান নিয়েছে বলে জানান স্থানীয়রা। ওই গরু চুরি হওয়ার নাটক সাজিয়ে উল্টো ভীকটীমের পরিবারের নামে মামলা দেওয়ার পায়তারা করছে বলে একাধিক সুত্র জানায়। নিজেদের গরু পাশের উপজেলা নাগরপুরের সাক্ষী পাড়া আতœীয় বাড়িতে নেয়ায় সন্দেহ করে তাকে আটক করে বিচার বসায় ওই এলাকাবাসি। সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মানবেন্দ্র বালো বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ