ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসে: মোশাররফ হোসেন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৮:২৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৮:২৪:৫২ অপরাহ্ন
নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসে: মোশাররফ হোসেন ছবি:সংগৃহীত
বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে মন্তব্য করে দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দেশে যতোগুলো অবাধ, ‍সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততোবারই মানুষ বিএনপিকে জয়ী করেছে।

শুক্রবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া নাসির উদ্দিন স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করছে। তাই বিএনপি মানুষের যে কোনো বিপদে পাশে থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে।

চাকামইয়া বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। সভায় কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দলীয় নেতাকর্মী ছাড়াও  হাজার হাজার মানুষ যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ