ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মানিকগঞ্জে সড়কে ঝরলো দুই তরুণের প্রাণ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৮:২৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৮:২৭:৩২ অপরাহ্ন
মানিকগঞ্জে সড়কে ঝরলো দুই তরুণের প্রাণ ছবি:সংগৃহীত
মানিকগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত সবাই মোটরসাইকেলেরে আরোহী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সমানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। আহতের নাম লাদেন হোসেন। তিনি সিংগাইরের ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে চালকসহ তিন জন ছিলেন। পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে বাই চালক বাঁধন ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মক আহতাবস্থায় দুই জনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এই ঘটনায় পিকআপের চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ