চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান
জ্যেষ্ঠ প্রতিবেদক
আপলোড সময় :
০৮-১১-২০২৪ ০৮:৪২:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৪ ০৮:৪২:২৩ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ করা, না করা নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। ভারতের গণমাধ্যমে দাবি হাইব্রিড মডেলে আসর আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আর আমিরাতে। তবে তাদের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়েছে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের স্পষ্ট জবাব, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে পাকিস্তান এসেই খেলতে হবে।
এই সমস্যার সমাধান কোথায়? ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার খেসারত গুনছে ক্রীড়াঙ্গন। বিশেষ করে বললে ক্রিকেট। দেশ দুটির মাঝে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে বহু আগেই। এবার বৈশ্বিক আসর নিয়েও চলছে নানা টালবাহানা। সামনের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না।
ভারত পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না! যদিও ভারতকে পাকিস্তানে আনতে চেষ্টার কোনো কমতি নেই পিসিবির। সর্বোচ্চ ছাড় দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে প্রয়োজনে ম্যাচ শেষ করে চাইলে সেদিনই নিজ দেশে ফেরত যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা। এছাড়াও দেশটির সমর্থকরা যাতে খুব সহজেই ভিসা পেতে পারে সে ব্যবস্থাও করা হবে। কিন্তু কিছুতেই যেন বরফ গলছে না।এর মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ ছাড় দিতে চলেছে পাকিস্তান। আর তাই ভারত প্রস্তাবিত হাই ব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি পিসিবি। সেই মোতাবেক ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহ'য় আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে পাক ক্রিকেট বোর্ড।
তবে ভারতীয় গণমাধ্যমের এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পিসিবি। তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম বলে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ পাকিস্তানের বাইরে আয়োজন করার কোনো পরিকল্পনা নেই। ভারতকে এই টুর্নামেন্ট খেলতে হলে পাকিস্তান এসেই খেলতে হবে। এই বিষয়ে গণমাধ্যমের খবরে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের পাকিস্তান সফরের বিষয়টি অবশ্য এখন আর সীবাবদ্ধ নেই দেশ দুটির ক্রিকেট বোর্ডের মধ্যে। এ বিষয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে বিসিসিআই। তাদের এক প্রতিনিধি জানান, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেয়া হবে।
এদিকে ভারত নিয়ে অনিশ্চয়তা থাকলেও টুর্নামেন্টের সূচি ঘোষণা করতে আইসিসিকে তাগাদা দিচ্ছে পিসিবি। আগামী সপ্তাহে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ককেজন প্রতিনিধির পাকিস্তান সফরের করা রয়েছে। এরপরই সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। পূর্বের সূচি মোতাবেক ১ মার্চ লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স