ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নাট্যশালায় প্রতিবাদ সমাবেশে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৮:৫১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৮:৫১:২০ অপরাহ্ন
নাট্যশালায় প্রতিবাদ সমাবেশে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ছবি:সংগৃহীত
 নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধের প্রতিবাদে ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার পর এ হামলার ঘটনা ঘটে।


জানা যায়, সমাবেশে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদ বক্তৃতার ডিম ছুড়ে মারে কয়েক দুর্বৃত্ত। এ সময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় মঞ্চ থেকে মামুনুর রশীদ বলেন, যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতকারীদের দেখে ছাড়ব।

নাট্যকার মাসুম রেজা বলেন, কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছে। আমরা নাট্যকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেফতার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব।
তিনি বলেন, এখানে পুলিশ ছিল, তারা কাউকে কেন আটক করতে পারল না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।তিনি বলেন, আমরা সাত দিন সব সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারা দেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ