ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত: শাহজাহান চৌধুরী

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৯-১১-২০২৪ ১১:৪১:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৪ ১১:৪১:৫৩ পূর্বাহ্ন
আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত: শাহজাহান চৌধুরী
আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী।

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটে আরবি কনভেনশন হলে চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন সিবিএফ সভাপতি জালাল উদ্দিন আকবর। সংগঠনটির সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আমাদেরকে ঈমানের ওপর অবিচল থাকতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। অর্থের দাস না হয়ে আমরা আল্লাহর দাস হবো।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা চব্বিশের গণহত্যা এবং সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত না হয়ে জঘন্য মিথ্যাচার করে বেড়াচ্ছেন। দেশবাসীকে সজাগ থাকতে হবে, তাদের রুখে দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিবিএফ সহ-সভাপতি রাশেদুল আজম মঞ্জুর, সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন, সিবিএফ নেতা আলমগীর কবির, আব্দুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন, সাইয়েদ আল মামুন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ