জয়ের পরেও খুশি নন শান্ত
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১১-২০২৪ ০৮:২৮:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৪ ০৮:৩৭:২৮ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১৯ বলে ৬ চার এবং এক ছক্কার মারে ৭৬ রান করেছেন তিনি। দলের হয়ে দারুণ পারফর্ম করলেও খুশি হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ইনিংসটা আরও বড় করতে চেয়েছিলেন তিনি।
শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শান্তর ইনিংসটা ধীরগতির হলেও দলের জন্য ছিলো কার্যকর। তবুও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, আরও একটু বেশি সময় ব্যাট করতে চেয়েছিলেন তিনি।
বাংলাদেশের অধিনায়ক বলেন, 'খুব সত্যি বলতে, আমি খুশি নই। আমাকে একটু বেশি সময় ব্যাট করতে হবে। উইকেটটা কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। কিন্তু যেভাবে শুরু করেছি, আমার ইনিংস নিয়ে তাতে আমি খুশি ছিলাম।'
প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। টাইগারদের এখনও সুযোগ থাকছে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয় করার।শান্ত বলেন, 'কিছুটা ভালো লাগছে কিন্তু তবুও কিছু ব্যাপার থাকে। অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত। সত্যি বলতে আমি খুশি নই। স্পিনের বিপক্ষে উইকেট কঠিন ছিল বলে সম্ভবত আমাকে একটু বেশিক্ষণ ব্যাট করতে হতো।'
সময় মত ব্রেক থ্রু এনে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিলো দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের। তাছাড়া তাসকিন ও জাকেরের প্রসংশা করেছেন শান্ত।
টাইগার অধিনায়ক বলেন, 'মিরাজ ও নাসুম যেভাবে বোলিং করেছেন—কৃতিত্ব তাদের। আর তাসকিন নতুন বলে গুরবাজকে আউট করেছে। সে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার। তারা যেভাবে খেলাটা শেষ করেছে তাতে খেলায় গতি পেয়েছি। এজন্যই আমি জাকেরকে লোয়ার মিডল অর্ডারে চাই।'
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স