ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিলো কানাডা ‍

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৮:৩১:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৮:৩১:১৫ পূর্বাহ্ন
১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিলো কানাডা ‍
ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। আবাসন ও সম্পদ সংকট দেখিয়ে শুক্রবার (৮ নভেম্বর) ট্রুডো প্রশাসন এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে ।
দেশের বাইরে পড়ালেখা করতে যাওয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম কানাডা। দেশটিতে শিক্ষা অর্জনে যাওয়ার হিড়িক থাকে প্রায় সব মৌসুমে। আর বিদেশি শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দিতে নানা উদ্যোও গ্রহণ করে থাকে কানাডা। তবে এবার শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে ট্রুডো সরকার।

 
আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বা এসডিএস বন্ধের খবর কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়, আবাসন ও সম্পদের সংকটের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।২০১৮ সালে কয়েকটি দেশের শিক্ষার্থীদের সহজ এবং দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম চালু করা হয়। এটি বন্ধ হওয়ায় বিপাকে পড়বেন ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপিন্স ও ভিয়েতনামসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা।
 
এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত। এ বিষয়ে কানাডা সরকার তাদের ওয়েবসাইটে বলেছে, তারা সব দেশের শিক্ষার্থীদের সমান সুযোগ দেয়ায় বিশ্বাসী।এখন সব আন্তর্জাতিক শিক্ষার্থীকে নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আর্থিক সহায়তার প্রমাণ হিসেবে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে দেশগুলোর শিক্ষার্থীদের।
 
কানাডায় আগামীবছর অনুষ্ঠেয় নির্বাচনের আগে রাজনীতিতে অভিবাসন ইস্যু আলোচনার কেন্দ্রে পরিণত হচ্ছে। নির্বাচন নিয়ে জনমত জরিপগুলো বলছে, দেশটির জনসংখ্যার বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ