ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জামালপুরে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন করা হয়েছে

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১২-২০২৩ ০৬:১৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৩ ০৬:৩১:২১ অপরাহ্ন
জামালপুরে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন করা হয়েছে ছবি:ভয়েস প্রতিদিন
মোঃ ​​​হেলাল উদ্দিন জামালপুর(প্রতিনিধি)

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে জামালপুর ইসলামপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে,
এ সময় সকাল ছয়টায় শহীদ মিনারে ফুল দেন, বিভিন্ন রাজনৈতিক দল,আইন-শৃঙ্খলা বাহিনী,প্রেস মিডিয়া সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান,
পরে ক্রিয়া অনুষ্ঠান সহ দেশ স্বাধীনের চিত্র তুলে ধরেন। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী,আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এড: আব্দুস সালাম, সাধারণ সম্পাদক  আওয়ামী লীগ উপজেলা শাখা, আরো উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী বলেন মহান বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। 
 
 
বাঙালি ইতিহাসে সর্বোচ্চ অর্জনের ও আত্মগৌরবের একটি দিন ১৯৭২ সালে এই দিনে মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি বিজয় ছিনিয়ে আনেন,১৯৭২ সালে ২২ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
 
মহান বিজয় দিবসে শ্রদ্ধাভাবে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো, লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস। 
 
১৬ই ডিসেম্বর তুমি কৃষকের বুকে শস্য শ্যামল ফসলি জমির বেষ,তুমি কৃষানির  হাতে মিষ্টি গন্ধে ভরা,তুমি অগ্নিঝরা বিজয় উচ্ছ্বাস কোটি কোটি বাঙালির প্রাণের উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ