ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পুরোনো গাড়ি কেনার সময় ৮ বিষয় খেয়াল না রাখলেই ঠকবেন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১১-২০২৪ ১১:৩২:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ১১:৩২:০৩ পূর্বাহ্ন
পুরোনো গাড়ি কেনার সময় ৮ বিষয় খেয়াল না রাখলেই ঠকবেন
গাড়ি কেনার শখ কমবেশি সবারই আছে। কিন্তু টাকা জমাতে পারছেন না। এক্ষেত্রে অনেকেই পুরোনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন। তবে পুরোনো গাড়ি কেনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না রাখলে ভবিষ্যতে ঠকার আশঙ্কা থাকে।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা সাশ্রয়ী হতে পারে, তবে সেটি সঠিকভাবে যাচাই করা না হলে এটি আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানে এমন কিছু বিষয় দেওয়া হলো, যেগুলো পুরোনো গাড়ি কেনার আগে খেয়াল করা উচিত।

গাড়ির ইতিহাস যাচাই করুন
গাড়ির আগের মালিকের সংখ্যা, দুর্ঘটনার ইতিহাস, ওয়ারেন্টি স্ট্যাটাস, এবং সার্ভিস রেকর্ড যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করবে গাড়িটি দুর্ঘটনাপ্রবণ কি না অথবা এটি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

ইঞ্জিন ও মেকানিক্যাল অবস্থা
গাড়ির ইঞ্জিনের স্বাস্থ্য যাচাই করার জন্য এটি চালিয়ে দেখা উচিত এবং কোনো ধরনের শব্দ, কম্পন বা ধোঁয়া নির্গমনের দিকে খেয়াল রাখতে হবে। এতে বুঝতে পারবেন ইঞ্জিনটি কতটা কার্যক্ষম। এছাড়া ব্রেক, গিয়ারবক্স, ক্লাচ ইত্যাদি চেক করতে পারেন।

গাড়ির ওডোমিটার
পুরোনো গাড়ির ওডোমিটার চেক করে বোঝার চেষ্টা করুন গাড়িটি কত কিলোমিটার চালানো হয়েছে। ওডোমিটারের সংখ্যা কৃত্রিমভাবে কমানো হতে পারে, তাই সেটির সঙ্গে গাড়ির সার্বিক অবস্থার মিল খুঁজে দেখে নিন।

টায়ার ও সাসপেনশন
টায়ার এবং সাসপেনশনের অবস্থা ভালো না হলে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। টায়ারের ট্রেড, ভারসাম্য এবং সাসপেনশনের অবস্থা পরীক্ষা করা দরকার। যদি টায়ার খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেটি শিগগির পরিবর্তন করতে হতে পারে।

গাড়ির ইলেকট্রনিক্স ও ফিচার
পুরোনো গাড়ির ইলেকট্রনিক ফিচারগুলো যেমন এয়ার কন্ডিশনিং, পাওয়ার উইন্ডো, সাউন্ড সিস্টেম ইত্যাদি যাচাই করে দেখুন। যদি এসব ফিচার কাজ না করে, তবে গাড়ির সুবিধাবাদিতায় কমতি আসবে এবং এসব মেরামতের জন্য অতিরিক্ত খরচ লাগতে পারে।

কাগজপত্র যাচাই
গাড়ির কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স, ট্যাক্স টোকেন ইত্যাদি ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো প্রকার কাগজপত্রে সমস্যা থাকলে সেটি পরবর্তীতে ঝামেলার কারণ হতে পারে।

মেকানিক দ্বারা পরীক্ষা করানো
গাড়িটি কেনার আগে একজন অভিজ্ঞ মেকানিক দ্বারা পরীক্ষা করানো ভালো। তারা গাড়ির যান্ত্রিক দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে পারে, যা আপনার চোখ এড়িয়ে যেতে পারে।

বাজারের গড় মূল্য যাচাই করে দাম নির্ধারণ করুন। দাম ঠিক মনে না হলে দর কষাকষি করতে পারেন। কোনো ডিলারের কাছ থেকে কিনলে তাদের কমিশন সম্পর্কেও খোঁজ নিতে ভুলবেন না।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ