ফারুকীকে অভিনন্দন জানিয়ে তিশার পোস্ট
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১১-১১-২০২৪ ০৮:৩২:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ০৮:৩২:১৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারা দু’জন স্বামী-স্ত্রী।
রোববার বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী তিশা নির্মাতা ফারুকীকে অভিনন্দন জানান।
দাম্পত্য সঙ্গী ফারুকীর ভিডিওটি পোস্ট করে তিশা লিখেন, নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। শপথ অনুষ্ঠানে অভিনেত্রী নিজেও উপস্থিত ছিলেন।
তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। কয়েক মিনিটের ব্যবধানে চার হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। আড়াই শতাধিক মন্তব্য এসেছে।সামাজিক মাধ্যমে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করেও অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত, রাশীদ পলাশ, গৌতম কৈরী ও সংগীতশিল্পী এলিটাসহ অনেকেই নির্মাতা ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন।
আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’ ও ‘ডুব’-এর নির্মাতা। এবার, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে যোগ দিলেন ফারুকী।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স