ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মন্ত্রণালয় পেলেন দুই উপদেষ্টা, ছয় জনের পুনর্বণ্টন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন
মন্ত্রণালয় পেলেন দুই উপদেষ্টা, ছয় জনের পুনর্বণ্টন ছবি:ভয়েস প্রতিদিন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেরসহ অন্য ছয় উপদেষ্টার মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। সেই সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন দুই উপদেষ্টাকে। রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।এছাড়া চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছে- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে খাদ্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছিল তার দায়িত্বে।
সাহেল উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে। এর আগে তার দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ও ছিল।কিন্তু এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নয়া উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে।

হাসান আরিফের দায়িত্বে থাকবে ভূমি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় সামলামে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও তার দায়িত্বে ছিল।এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।শেখ বশির উদ্দিন পেয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ