ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের ছবি:সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। ফলে ১-১ সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে শান্তদের। এমনই এক সমীকরণের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ- আফগানিস্তান। 

শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে বাংলাদেশ। সিরিজ জয় করতে আফগানদের সামনে টার্গেট ২৫৩ রানের। এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ। তবে দলীয় ২৮ রানে তানজিদ হাসান তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়ে শান্তরা। এসময় দলের হাল ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার।সৌম্যকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৯৯ রানে সৌম্য সাজঘরে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শান্ত।মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলকে দেড়শ' রানের ঘর পার করেন শান্ত। দলীয় ১৫২ রানে মিরাজ ফিরলেও মাঠ কামড়ে পড়েছিলেন শান্ত। ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

দলীয় ১৮৩ রানে শান্ত আউট হলে কিছুটা খেই হারায় বাংলাদেশ। তবে নাসুম আহমেদ ও জাকের আলির ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ রানের ঘর পেরোয় টাইগাররা। নাসুম-জাকের ৪১ বলে ৪৬ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ২৩০ রানে সাজঘরে ফেরেন নাসুম। তিনি ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। আর ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাকের।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ