ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মিঠাপুকুরে টাকার বিনিময়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ১০:১৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ১০:১৫:৪৬ অপরাহ্ন
মিঠাপুকুরে টাকার বিনিময়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ ছবি:সংগৃহীত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় টাকার বিনিময়ে বিএনপির নতুন কমিটি গঠন করার অভিযোগে এনে বিক্ষোভ করেছে মির্জাপুর ইউনিয়নের নেতাকর্মীরা।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১৭নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাবেশ পরিণত হয়।
 
এসময় বিএনপির মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুর হামিদ বলেন, পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে মির্জাপুর ইউনিয়নের বিএনপির রাজনীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাইনিং পাওয়ারসহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামাদ মিয়াকে নিয়ে আসা হয়েছে। যার বিএনপিতে যোগদানের এখনও এক বছর পূর্ণ হয়নি।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপিতে যোগদানের এক বছর পর প্রাথমিক সদস্য পদ পাওয়ার যোগ্যতা অর্জন হয় এবং নওশাদ আলি দুলুকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। যিনি গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন তারা কিভাবে কমিটিতে স্থান পায়।
তিনি বলেন, এই মুহূর্ত থেকে নবগঠিত কমিটিকে আমি প্রত‍্যাখান করলাম।এসময় ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ