ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সৌদি আরবে শুরু আরব-ইসলামিক সম্মেলন, থাকছে বাংলাদেশ

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ১০:২৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ১০:২৯:৫১ অপরাহ্ন
সৌদি আরবে শুরু আরব-ইসলামিক সম্মেলন, থাকছে বাংলাদেশ ছবি:সংগৃহীত
গাজা ও লেবাননে ইসরাইলি হামলা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নিশ্চিত করার জন্য সৌদি আরবে শুরু হয়েছে যৌথ আরব-ইসলামিক সম্মেলন। এতে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজা ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাস ও হিজবুল্লাহকে প্রতিহতের নামে চালানো এই হামলার বলি হচ্ছে নিরীহ মানুষ। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত বন্ধে সম্মেলনে বসেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা।

 
গাজা ও লেবাননে ইসরাইলি হামলা ইস্যুতে আলোচনায় সোমবার (১১ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে যৌথ আরব-ইসলামিক সম্মেলন। এতে উপস্থিত রয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব লিগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি’র প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে এরইমধ্যে রিয়াদে পৌঁছেছেন। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরাইলি হামলা বন্ধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার মতো বিষয়গুলো এবারের সম্মেলনে গুরুত্ব পাবে। চলমান হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের মাধ্যমে নেতানিয়াহু প্রশাসনের ওপর আরও চাপ প্রয়োগে কাজ করবেন মুসলিম বিশ্বের নেতারা।
 
সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র গঠনে আলোচনার জন্য এই সম্মেলনের ঘোষণা দেয়। এর আগে, গত বছর একই ধরনের সম্মেলনে যোগ দিয়ে আরব ও মুসলিম বিশ্বের নেতারা গাজায় ইসরাইলি হামলাকে বর্বর বলে আখ্যা দেন।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ