ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা করতে পারবেন যারা
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১১-১১-২০২৪ ১০:৩৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ১০:৩৩:৪৭ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ৬ দেশের অধিবাসীরা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা পালন করতে পারবেন। সোমবার (১১ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জিসিসির ছয়টি দেশ- ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে যারা থাকেন; তাদের সবার ওমরা পালনকে সহজ করার জন্য ওমরা ভিসা ছাড়াও তারা আরও দুটি ভিসা দিয়ে ওমরা পালন করতে পারবেন।
ওইসব দেশে যারা থাকেন তারা ওমরা ভিসা, ট্যুরিস্ট ভিসা ও ট্রানজিট ভিসার মাধ্যমে যেকোনো সময় সংশ্লিষ্ট মাধ্যমে ভিসার আবেদন করে ওমরা পালন করতে পারবেন।
তবে কেউ যদি ওমরা ভিসা না করতে চান এবং মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ পড়তে চান তাহলে নুসুক অ্যাপ দিয়ে আলাদাভাবে অনুমতি নিতে হবে।এর আগে শুধু ওমরা ভিসা দিয়ে ওমরা করা যেত। এখন থেকে কারও সৌদি আরবের ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা থাকলে আলাদাভাবে ওমরা ভিসা করতে হবে না।
সৌদি আরব ওমরা পালন সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিনে বাড়িয়ে দিয়েছে সেদেশের হজ ও ওমরা মন্ত্রণালয়।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স