ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ঢাকা-মস্কো সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১২-১১-২০২৪ ১১:০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ১১:০৩:১৬ পূর্বাহ্ন
ঢাকা-মস্কো সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ
​রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরও জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি’র সম্মানে ১০ নভেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত এ কথা বলেন।

মধ্যাহ্নভোজে পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ইভেন্ট ও অর্জন সহজতর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মন্তিৎস্কি তার মেয়াদে প্রাপ্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের মতো দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে এমন বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রদূত মান্তিৎস্কি শিগগিরই বিদায় নেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ