ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আধিপত্য বিস্তার

রাউজান বিএনপির তিন নেতার দলীয় পদ সাময়িক স্থগিত

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১২-১১-২০২৪ ১১:০৫:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ১১:০৫:৪৭ পূর্বাহ্ন
রাউজান বিএনপির তিন নেতার দলীয় পদ সাময়িক স্থগিত
​চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীসহ রাউজান উপজেলা বিএনপির তিন নেতার দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠি দিয়ে তাদের পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়।

তারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার ও নুরুল হুদা চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে শামীর কাদের চৌধুরী। শামীর কাদের উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য ছিলেন।

এর আগে গত ৫ নভেম্বর তাদের শোকজ করা হয়। শোকজ নোটিশে বলা হয়, তাদের বিরুদ্ধে এলাকায় দুষ্কর্মে সহযোগিতা, দেশি ও প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, চাঁদা না পেয়ে কাউকে কাউকে হুমকি প্রদর্শনসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক নানা অভিযোগ উঠেছে। ওই নোটিশে তিনদিনের মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

এর সন্তোষজনক জবাব না দেওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয় বলে জানান রুহুল কবির রিজভী।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ