ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নাটোরে সোনার হার ছিনিয়ে পালানোর সময় ৫ নারী আটক

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৯:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৯:১৯:২৪ অপরাহ্ন
নাটোরে সোনার হার ছিনিয়ে পালানোর সময় ৫ নারী আটক ছবি:সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার বর্দ্দীকান্দি থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী পারভিন (৩০), মৃত আলমগীর হোসেনের স্ত্রী কুলসুমা বেগম (৪০), রমজান আলীর স্ত্রী মালা বেগম (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা বেগম (৫০)


বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক নারীর গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সংঘবদ্ধ নারী ছিনতাইকারীরা। পরে সেই নারীর চিৎকারে এলাকাবাসী ও আনছার সদস্যরা এগিয়ে এসে তাদের ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ