খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১২-১১-২০২৪ ০৯:২৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৪ ০৯:২৬:৪৯ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় রুপি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১২ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর ভোরে পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ৪র্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩ রাউন্ড গুলি, রাইফেলের ৪টি গুলির খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০ রাউন্ড গুলি, রাইফেলের গুলির চার্জার ২টি, পিস্তলের কভার ১টি, রাইফেলের কভার ১টি, ২৫০ ভারতীয় রুপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা থানার ওসি শেখ মনির উল গিয়াস জানান, এ ঘটনায় ১১ নভেম্বর সদর থানার এস আই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স