রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেফতার
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৩-১১-২০২৪ ১১:১১:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৪ ১১:১১:৪৮ পূর্বাহ্ন
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স