ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের হারাল ভারত

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের হারাল ভারত ছবি:সংগৃহীত
টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড আগে থেকেই যৌথভাবে ছিল ভারতের দখলে। এবার এককভাবে এই রেকর্ড নিজেদের দখলে নিল ভারত। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২১৯ রানের পুঁজি পায় ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ১১ রানে জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। তবে এরপর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও একপ্রান্তে নিজের দাপট চালিয়ে যান তিলক।


শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। তার ইনিংসটি ছিল ৮টি চার এবং ৭টি ছক্কায় সাজানো। শেষ দিকে রমনদীপ সিংয়ের ৬ বলে ১৫ রানের ইনিংস ভারতকে বিশাল পুঁজি এনে দিতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হাল ছাড়েনি প্রোটিয়ারা। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ১৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ক্লাসেন। তবে শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।


এদিকে সেঞ্চুরিয়নে ২০০ রানের স্কোর করে বিশ্বরেকর্ড গড়ল ভারত। এই ইনিংস সহ ২০২৪ সালে মোট ৮ বার দুই শ রানের ঘর ছুঁয়েছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ