বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
পল্টন থানার এক মামলায় তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ১০ দিন করে রিমান্ডের আবেদনের শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সোমবার এ অনুমতি দেন।
এদিন বিএনপির এ দুই নেতাকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে করা হয় জামিন আবেদন। তবে আদালত তা নামঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা গত ১৪ ডিসেম্বর ফখরুল ও খসরুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।
সরকার পতনের একদফা আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। ওই সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা। সংঘর্ষের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনেও হামলা হয়।
পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাকে প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় আসামি করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করে পাননি ফখরুল।
আর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ২ নভেম্বর রাতে। পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে হত্যার মামলায় পল্টন থানার মামলায় এরই মধ্যে ৬ দিন রিমান্ডে নেয়া হয়েছে তাকে।