ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৯:৪৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৯:৪৯:১৬ অপরাহ্ন
ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশ ছবি:সংগৃহীত
ভোটার এলাকা স্থানান্তরের আবেদন সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাঠ কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত এ নির্দেশনা পাঠানো হয়। এ ছাড়া সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে।
 
 
নির্দেশনায় বলা হয়েছে, ভোটারের এলাকা স্থানান্তরের আবেদন পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থানান্তরের আবেদনের সময় উক্ত ব্যক্তিকে সশরীরে উপস্থিত হতে হবে। এ ছাড়া আবেদনপত্র জমা দেয়ার সময় আবেদনকারীর ফিঙ্গারপ্রিন্ট নেয়ার প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে।
 
অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার স্থানান্তর করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের মাইগ্রেশন আবেদন দেখার ব্যবস্থা করতে হবে। স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা/থানা নির্বাচন অফিসার দ্বারা পাঠানো হলে আগের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
 
এ ছাড়া দ্বৈত ভোটার নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে। যেসব ভোটারের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়, তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে এই জটিলতা নিষ্পত্তি করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ