চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৫-১১-২০২৪ ০২:০১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৪ ০২:০১:৫৪ অপরাহ্ন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাউজানের নোয়াপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জন চট্টগ্রাম মেডিকেল ও ২ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।এদিকে রাউজানের বাকুলিয় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে আলাদা আরেকটি ঘটনায় স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘রাউজানের নয়াপাড়া এলাকায় বিএনপির ও যুবদলের মধ্যে আলাদা দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫-৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন।’
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স