ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা দেশের ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০২:১২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০২:১২:৪৭ অপরাহ্ন
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা দেশের ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন ছবি:সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই ৯টি ফেডারেশন হলো—দাবা, ব্রিজ, হকি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, স্নুকার এন্ড বিলিয়ার্ড, টেনিস, স্কোয়াশ ও কাবাডি।

গত ৩০ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া উপদেষ্টার কাছে জমা দেন।
সেখান থেকে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

হকি ফেডারেশনের নতুন সভাপতি করা হয়েছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে লে. কর্নেল রিয়াজুল হাসানকে (অব.)। এছাড়া, দাবার সভাপতি সুজা উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন। আর ডা. শামীম নেওয়াজকে বাস্কেটবলের সভাপতি এবং মেজর আতিকুল হাফিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিন টেনিসের ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। কাবাডির সভাপতি ময়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। অ্যাথলেটিক্সের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক এবং সাধারণ সম্পাদক শাহ আলম।
ব্রিজের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক নাইমুল হাসান। স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান উজ জামান এবং সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।


অন্যদিকে বিলিয়ার্ড ও স্নুকারের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াসাত করিম ভুঁইয়া।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ