সেই ফুটফুটে শিশুটিকে উদ্ধার করলো র্যাব, অপহরণকারী গ্রেফতার
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৬-১১-২০২৪ ১১:০৫:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৪ ১১:২৩:২৬ পূর্বাহ্ন
রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুটি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বাসায় সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটান বলে জানা যায়।
শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স