ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মুরগি প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৮:৫৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৮:৫৭:০৮ অপরাহ্ন
মুরগি প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়া নিয়ে  সংঘর্ষে জড়িয়ে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা ছবি:সংগৃহীত
 
শরীয়তপুরের জাজিরায় বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে নজরুল মাদবর (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
 
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম আড়াচন্ডি এলাকায় প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের সময় আহত হন নজরুল। এ সময় আরও দুইজন আহত হন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম আড়াচন্ডি এলাকার নজরুল মাদবরের সঙ্গে প্রতিবেশী বোরহান মাদবরের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব  দীর্ঘদিনের। তারই জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুলের বাড়ির মুরগি প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষ। এ সময় বোরহান ও তার লোকজন নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করতে গেলে তার বাবা লতিফ মাদবর (৭৫) ও ভাই সুমন মাদবরকেও (৩৫) কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।
 
নিহত নজরুল মাদবরের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির বাচ্চা মুরগি বোরহান মাদবরের বাড়িতে গেলে বোরহান মাদবর আমার স্বামীকে ডেকে নিয়ে গালাগালি করতে থাকে। তখন স্বামী  প্রতিবাদ করলে বোরহান মাদবর, আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করতে গেলে আমার শ্বশুর ও দেবরকেও এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এখন শুনি চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা গেছেন। আমাকে যারা স্বামীহারা করেছে, আমার পাঁচ বছরের সন্তানকে যারা এতিম করেছে, আমি ওই খুনিদের ফাঁসি চাই।এদিকে, অভিযুক্ত বোরহান মাদবর ও তার লোকজনের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি। বাড়িতে তালা দেয়া দেখা যায়।
 
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আসামিদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ