ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বিয়ে করলেন উপস্থাপিকা সারা

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৯:১৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৯:১৯:০৭ অপরাহ্ন
বিয়ে করলেন উপস্থাপিকা সারা ছবি:সংগৃহীত
বর্তমান সময়ে বেশ আলোচিত উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা। তিনি দেশের একটি দৈনিক পত্রিকায় অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন। হালকা শীতের এই সময়টাতে সারা দিলেন বিশেষ একটি সুখবর। ফেসবুকে রঙ ছড়ানো একটি ছবি পোস্ট করে তিনি জানালেন জীবন সঙ্গী পেয়েছেন তিনি।সারা ফ্যায়রুজ যাইমার সঙ্গে সবসময় ছবিতে দেখা যায় মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুলকে। দুজন তারকা বন্ধু হিসেবেও খ্যাতি পেয়েছেন।

পিয়া জান্নাতুল শনিবার (১৬ নভেম্বর) সারার বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।পিয়া নব দম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।জানা গেছে, সারার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকরি এবং ব্যবসা করছেন।
 সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, বর-বউয়ের খুবই সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। আর হালকা কিছু গোল্ডের গয়না। আর তার স্বামীর 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ