ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ উপহার পেলেন সাফজীয় নারী ফুটবলাররা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৯:৫৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৯:৫৯:৪২ অপরাহ্ন
ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ উপহার পেলেন সাফজীয় নারী ফুটবলাররা ছবি:সংগৃহীত
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে সংবর্ধনা আর উপহারের জোয়ারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সরকার, বাফুফেসহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর আর্থিক পুরস্কার পাচ্ছেন সানজিদারা। এবার তাদের ফ্রিজ উপহার দিলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানিয়েছে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে এই উপহার দিয়েছে ওয়ালটন।

বাফুফে ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের ফুটবল লিগ ও প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।    কিরণ বলেন, ‘আগামী বছর যেন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হতে পারে, আমরা সেটি নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লিগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করবো সে জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এবার এগিয়ে আসবে।’ 
 
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘যারা ফ্রিজ নিতে চান না, তারা এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।’ ওয়ালটন বিগত সময় নারী ফুটবলারদের টিভি ও অন্যান্য সামগ্রী দিয়ে সম্মাননা দিয়েছে। এবার ফ্রিজ দিলেও ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে ভবনে সরাসরি ফ্রিজ হস্তান্তর হয়নি। পুরস্কাপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ নারী ফুটবল দলে কোচ পিটার বাটলার ফ্রিজ উপহার পেয়ে মজা করে বললেন, ‘সৌদি এয়ারলাইন্সে আমার ওজন (লাগেজ) মাত্র ৩০ কেজি।’  সম্মাননা অনুষ্ঠানে উঠে এসেছে নারী ফুটবলারদের আগামী পথচলা ও নানা সমস্যার বিষয়। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা নারী ফুটবলারদের আরও সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।’ 
 
সাবিনাদের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি শেষ। সেই চুক্তিতে সিনিয়র ফুটবলাররা মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন। কিন্তু এবার ফুটবলারদের প্রত্যাশ্যা একটু বেশিই, ‘চ্যাম্পিয়ন হলে বেতন বেশির আশা তো থাকবেই। এই বিষয়ে আপার সঙ্গে আলাপ হওয়ার কথা।’  
নারী দলের কোচ পিটার বাটলার, তার সঙ্গে অবশ্য ফুটবলারদের সম্পর্ক খুব বেশি ভালো নয়। তাই নারী ফুটবলে কোচ নিয়ে ফুটবলাঙ্গনে নানা প্রশ্ন। এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘তার সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এখন মাত্র নভেম্বরের মাঝামাঝি। অনেক সময় আছে, অপেক্ষা করেন।’ 
 
গুঞ্জন রয়েছে পিটার বাটলারকে পুরুষ দলের জন্য বিবেচনা করা হচ্ছে। কিংস অ্যারেনায় মালদ্বীপের দুটি ম্যাচ দেখেছেন তিনি। এ নিয়ে পিটার বলেছেন, ‘বাংলাদেশের পুরুষ ফুটবল নিয়ে আমি মন্তব্য করব না। হ্যাভিয়ের ক্যাবরেরা কাজ করছে। ফেডারেশনের সঙ্গে যাই হোক সেটা আমি পেশাদারিত্বের মধ্যেই করতে চাই।’ 
 সাবিনা কোচ সম্পর্কে বলেন, ‘ব্যক্তিগতভাবে কোচ নিয়ে আমার কোন মন্তব্য নেই। যেই কোচ থাকুক অনুশীলন ও নির্দেশনা মানতে হবে। কোচ নিয়ে সভাপতি বা কারো সঙ্গে আমাদের কথা হয়নি।’ 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ