ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

থাইল্যান্ডের পথে আহত জাহাঙ্গীরনগরের কাজল মিয়া

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১১:৩৪:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:৩৪:৩১ পূর্বাহ্ন
থাইল্যান্ডের পথে আহত জাহাঙ্গীরনগরের কাজল মিয়া
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

জানা যায়, যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে আহত হন। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস)-এ চিকিৎসাধীন। গত তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাজল।

কাজল মিয়া শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন তিনি। এ সময় পুলিশের একটি গুলি তার মাথায় এসে লাগে। পরে তাকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একাধিকবার তার অস্ত্রোপচার করা হয়। পরে ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও তার বাম হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। ফলে চিকিৎসকরা রোবটিক ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দেন। এই থেরাপির ব্যবস্থা দেশে না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ