ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন তারেক রহমান।

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৬:১০:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৬:১০:৩২ অপরাহ্ন
দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে: তারেক রহমান ছবি:সংগৃহীত
দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে। জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল মন্তব্য করে তিনি আরও বলেন, তাই নির্বাচনের জবাবদিহিতা, প্রতিনিধির জবাবদিহিতা সব জবাবদিহিতা নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে, স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগ্ন হবে৷ তাই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে, বলেন তারেক রহমান। বিএনপির ৩১ দফার বাইরে আরও ভালো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংষ্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ